নায়িকা পপির বাবা না ফেরার দেশে চলে গেছেন

Home Page » বিনোদন » নায়িকা পপির বাবা না ফেরার দেশে চলে গেছেন
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪


নায়িকা পপির বাবা না ফেরার দেশে চলে গেছেন


বঙ্গনিউজঃ 
  ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

পপির পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

কুলি সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন পপি। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেন এই নায়িকা।

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। শোনা যাচ্ছে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। তার নাকি এক পুত্র সন্তানও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৫৯ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ