‘হয় আপনি আমাকে পছন্দ করেন না, নাহলে খেলা বোঝেন না’

Home Page » ক্রিকেট » ‘হয় আপনি আমাকে পছন্দ করেন না, নাহলে খেলা বোঝেন না’
সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ   অল্পতেই মেজাজ হারালেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। চলমান বিপিএলে রংপুরকে নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে ধারাবাহিক না হলেও একদম মন্দও করেননি সোহান। ১২ ইনিংসে ২৫.৮৭ গড় আর ১৩৫.২৯ স্ট্রাইক রেটে ২০৭ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে লিগ পর্বে কোন ফিফটি করতে পারেননি তিনি। কিছু ম্যাচে শেষের ঝড় এসেছে তার ব্যাটে। ১২ ম্যাচের চারটিতেই ছিলেন অপরাজিত। যদিও শেষ তিন ম্যাচে তো দুই অঙ্কের ঘরও পেরোতে পারেননি।

আজ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অধিনায়কের রানে ফেরাটা জরুরি ছিল। এই কারণে গতকাল নেটে কঠোর অনুশীলন করতে দেখা গেছে তাকে। বোঝাই যাচ্ছিলো রানে ফিরতে মরিয়া উইকেটরক্ষক এই ব্যাটার।

বড় ম্যাচের আগে গতকাল রোববার গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নুরুল হাসান সোহান। অনেক প্রশ্নের মাঝে উঠে এসেছে সোহানের ব্যাটিং ফর্ম নিয়েও। মারকুটে ব্যাটার হিসেবে তকমা জুটলেও, সেই অর্থে ব্যাটিং ঝড় দেখা যায়নি সোহানের ব্যাটে। রংপুর অধিনায়ককে প্রশ্ন করা হয়- গত কয়েক ম্যাচ ধরে অফফর্মে আপনি, নিজেকে গোছানোর জন্যই কি আজকে আগেভাগে……; প্রশ্নটা শেষও হতে দেননি রংপুরের অধিনায়ক। পাল্টা প্রশ্ন করে বসেন তিনি! উল্লেখ্য, শেষ তিন ম্যাচে সোহান আউট হয়েছেন ৫, ২ ও ২ রান করে।

সাংবাদিককে কটাক্ষ করে সোহান জবাব দেন, ‘অফফর্ম বলতে… ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করবো ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি, দেখেছেন? হয়তো আপনি আমাকে পছন্দ করেন না, নাহলে খেলা বোঝেন না। খেলা বুঝলে… আমি যে জায়গায় খেলছি ওইটার পরিসংখ্যান দেখবেন, কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি- সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।’

সোহানের মতে, যেকোনো ভাবে দলে ভূমিকা রাখাটাই মুখ্য, ‘দলের জন্য অবদান রাখার লক্ষ্য থাকে সবসময়। দল আমার কাছে কী চাচ্ছে, আমি ওটা দিতে পারছি কী না… এটাই মূল লক্ষ্য থাকে। ওটাই আসলে করার চেষ্টা করব।’

কুমিল্লার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই ফাইনালের টিকিট পেতে আত্মবিশ্বাসী সোহান, ‘আলহামদুলিল্লাহ, পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কোয়ালিফায়ারের নির্দিষ্ট দিনে কতটুকু ইনপুট দিতে পারছি, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই কুমিল্লা ভালো দল কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

বাংলাদেশ সময়: ১২:১১:১২ ● ১৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ