বঙ্গনিউজঃ বৃষ্টিতে কমে এসেছিল ম্যাচের দৈর্ঘ্য। ২০ ওভারের ম্যাচের জায়গায় মাঠে গড়াল দশ ওভার। তার পরেও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৭ রানে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
অকল্যান্ডে কয়েক দফা বৃষ্টিতে ১০.৪ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৮ রান তোলার পর শেষ হয় ইনিংস। তাতে বৃষ্টি আইনে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। কিন্তু ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করতে পারে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের ২৪ বলে সর্বোচ্চ ৪০ রানের আগে দ্রুত দুই উইকেট পতনে রানের চাপটা বেড়ে গিয়েছিল স্বাগতিকদের। যেটা তারা সামাল দিতে পারেনি। ফিলিপসের সঙ্গে ১৫ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলিং ছিল স্পেন্সার জনসনের। তাছাড়া একটি করে নিয়েছেন ম্যাথও শর্ট ও অ্যাডাম জাম্পাও।
শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ বলে ৩৩ রান। স্মিথ ওপেনিংয়ে নামলেও প্রত্যাশা মেটাতে পারেননি। ৪ রানে আউট হয়েছেন। সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন ম্যাথু শর্ট। ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন তিনি। কিউইদের হয়ে ৮ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলিং ছিল জ ক্লার্কসনের। একটি করে নিয়েছেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার।
২৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাথু শর্ট। ৯৮ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা মিচেল মার্শ।