বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বিরোধী শক্তি অত্যাবশ্যক পণ্য মজুদ করে দাম বাড়াচ্ছে যাতে সরকারের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা যায়।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তাঁর সাম্প্রতিক জার্মানি সফরের বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের লক্ষ্য হলো জনগণকে সরকার থেকে বিচ্ছিন্ন করা এবং সরকারকে উৎখাত করার জন্য প্রতিবাদকে উস্কে দেওয়া। এটি তাদের কৌশলের অংশ।
তিনি বলেন, আপনারা খুব ভালোভাবে জানেন তারা কারা, কিন্তু আমি নাম উল্লেখ করব না। তার প্রয়োজন নেই। তবুও, ষড়যন্ত্রটি বিদ্যমান। প্রধানমন্ত্রী বলেন, গত অক্টোবর ২৮ তারিখে বিএনপির সমাবেশ ‘নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ’ ছিল। তিনি আরও বলেন, এটি কোনও আকস্মিক ঘটনা ছিল না। এসব পরিকল্পিত ছিল।
প্রধানমন্ত্রী হাসিনা আরও বলেন, আমি ক্ষমতা গ্রহণের পর থেকেই অনেক ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছি। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনাও ষড়যন্ত্রের অংশ ছিল।