ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, ৩৮ কিশোর আটক

Home Page » জাতীয় » ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, ৩৮ কিশোর আটক
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪


ফাইল ছবি-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

বঙ্গ-নিউজ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকার বিভিন্ন এলাকা থেকে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩৮ জন কিশোরকে আটক করেছে। বৃহস্পতিবার ঢাকার বিমানবন্দর এলাকা, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র‌্যাব-১ তাদের আটক করে।

র‌্যাব-১ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, ‘কিশোর গ্যাংদের অপরাধে মানুষজন বিরক্ত। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’

মোস্তাক আহমেদ আরও জানান, আটককৃত কিশোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৫৭ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ