জার্মান কিংবদন্তি না ফেরার দেশে

Home Page » খেলা » জার্মান কিংবদন্তি না ফেরার দেশে
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪


জার্মান কিংবদন্তি না ফেরার দেশে

বঙ্গনিউজঃ   গত ৮ জানুয়ারি প্রয়াত হয়েছেন জার্মানির ফুটবল সম্রাট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। দেড় মাসের মধ্যে মারা গেলেন আরেক জার্মান কিংবদন্তি আন্দ্রেয়াস ব্রেমা।

সোমবার রাতে মিউনিখে নিজের বাড়িতে হƒদরোগে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে পরলোকগমন করেন জার্মানির ১৯৯০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ব্রেমা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জার্মানির ফুটবলমহলে।

দুই দশকের ক্যারিয়ারে একাধিক পজিশনে খেললেও মূলত রক্ষণ ভাগের খেলোয়াড় ছিলেন ব্রেমা। জার্মানির হয়ে ৮৬ ম্যাচে করেছিলেন আট গোল। যার পাঁচটিই বিশ্বকাপে। ফুটবল ইতিহাস তাকে মনে রাখবে ১৯৯০ বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা হিসাবে।

রোমের সেই ঘটনাবহুল ফাইনালে ব্রেমার ৮৫ মিনিটের পেনালটি গোলে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে কাঁদিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। সেই দলের কোচ ছিলেন অধিনায়ক হিসাবে জার্মানিকে প্রথম বিশ্বকাপ জেতানো বেকেনবাওয়ার। গুরু-শিষ্য দুজনই খেলেছেন বায়ার্ন নিউনিখে।

বায়ার্নের পাশাপাশি ইন্টার মিলান, কাইজারস্লটার্ন ও রিয়াল জারাগোজার জার্সিতেও আলো ছড়িয়েছেন ব্রেমা। ইন্টার-অধ্যায়ে তার সঙ্গী ছিলেন জাতীয় দলের দুই বিখ্যাত সতীর্থ ইয়ুর্গেন ক্লিন্সম্যান ও লোথার ম্যাথিউস।

ব্রেমা পরিচিত ছিলেন নিখুঁত ক্রস, স্পটকিক ও ফ্রিকিকে বুলেট গতির লক্ষ্যভেদী শটের জন্য। বিভিন্ন পজিশনে খেললেও ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক মনে করা হতো তাকে। তবে অবসরের পর ব্রেমার কোচিং ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি।

বাংলাদেশ সময়: ১২:১৯:১৮ ● ১৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ