মার্কিন ড্রোন বিধ্বস্ত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়

Home Page » বিশ্ব » মার্কিন ড্রোন বিধ্বস্ত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ    ইয়েমেনের উপকূলে ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্রের হামলায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। বেশ কয়েক মাস থেকে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে।

মঙ্গলবার মার্কিন এমকিউ–৯ রিপার নামে একটি ড্রোন ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের কাছে দ্বিতীয়বারের মতো এমকিউ–৯ ড্রোন বিধ্বস্ত করল হুথিরা। গত বছরে হুথিরা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, ‘১৯ ফেব্রুয়ারি লোহিত সাগরে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে একটি আমেরিকার এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে।’

সিং বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একটি হুথি সারফেস টু এয়ার মিসাইল দ্বারা ভূপাতিত করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:১৩:৪৬ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ