বঙ্গনিউজঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশে এলেন আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে ২৯ বলে ৭১ রানের টর্নেডো ইনিংস খেলেন ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল।
তার সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন আরেক ক্যারিবীয় সুনীল নারিন। বিপিএলে এরই মধ্যে কুমিল্লার শেষ চার প্রায় নিশ্চিত। শেষ দিকে তাদের বিদেশি শক্তিও বাড়ল।
কুমিল্লা কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে মধুর সমস্যায় পড়েছে। এরই মধ্যে মঈন আলী-উইল জ্যাকরা ভালো পারফর্ম করছেন। রয়েছেন জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, রেইফার-ব্রুক গেস্টরা। এদিকে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মঈন আলী।
তার ধারণা, বাংলাদেশের কোচ হওয়ার যোগ্যতা রাখেন সালাহউদ্দিন। মঈন বলেন, ‘সালাহউদ্দিন আমার দেখা বিশ্বের অন্যতম সেরা ক্লাব কোচ। বাংলাদেশের সেরা কোচ, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি একটু অবাক হয়েছি তাকে বাংলাদেশের প্রধান কোচ হিসাবে না দেখে। তিনি অন্যতম সেরা কোচ। শীর্ষ পাঁচে থাকবেন।’