৮টি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে-অভিযোগ ড. ইউনূসের

Home Page » অর্থ ও বানিজ্য » ৮টি প্রতিষ্ঠান জবরদখল হয়েছে-অভিযোগ ড. ইউনূসের
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪


সংবাদ সম্মেলনে ড,মুহাম্মদ ইউনূস

বঙ্গ-নিউজ: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন যে গ্রামীণ ব্যাংক তার ৮টি প্রতিষ্ঠান জবরদখল করে নিয়েছে। আজ মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ড. ইউনূস বলেন, গত ১২ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের কর্মীরা তার মিরপুরের ১৬টি কোম্পানির মধ্যে ৮টির অফিস দখল করে নেয়। তারা ভবনে তালা মেরে রেখেছে।

তিনি আরও বলেন, যে, নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা, আপনারাই বলেন। তাহলে দেশে আইন–আদালত আছে কিসের জন্য। তারা আদালতে যেতে চায় না। আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।

ড. ইউনূস জানান, এসব প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য গ্রামীণ ব্যাংকের কোনো টাকা ব্যবহার করা হয়নি। ব্যবসার মুনাফার টাকায় এগুলো তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এভাবে দেশ চলছে কীভাবে। আমাদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৭ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ