চলছে বয়ান আখেরি মোনাজাতের আগে

Home Page » জাতীয় » চলছে বয়ান আখেরি মোনাজাতের আগে
রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪


চলছে বয়ান আখেরি মোনাজাতের আগে


বঙ্গনিউজঃ
  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ। কিছুক্ষণ পরই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এই জমায়েত।

এখন চলছে আম বয়ান। লাখো মুসল্লি ফজরের নামাজ পড়ে মাঘের শীত উপেক্ষা করে ময়দানের শামিয়ানার নিচে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। সকালেই হবে আখেরি মোনাজাত।

মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ইজতেমার আয়োজন।

রোববার ফজরের পরে বয়ান করছেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলা তরজমা করছেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।

দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে ছুটে আসছেন মুসল্লিরা। এর আগে গতকাল শনিবার রাত দশটা থেকে ইজতেমা ময়দানের আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধের নির্দেশ দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ভোর থেকেই অনেকটা পায়ে হেঁটে মোনাজাতে অংশ নিতে ময়দানের দিকে ছুটে আসছেন লাখো মুসল্লি।

ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, আজ সকাল ১০ টার দিকে দিকনির্দেশনামূলক বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আর আশপাশের এলাকায় প্রায় আট লাখ মানুষে সমাগম হতে পারে।

বাংলাদেশ সময়: ১০:০৮:১৭ ● ১৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ