ছুটির দিনে রেকর্ড সংখ্যক ক্রেতা-দর্শনার্থী পণ্যের স্টলে ভিড়

Home Page » অর্থ ও বানিজ্য » ছুটির দিনে রেকর্ড সংখ্যক ক্রেতা-দর্শনার্থী পণ্যের স্টলে ভিড়
রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪



ছুটির দিনে  রেকর্ড সংখ্যক ক্রেতা-দর্শনার্থী পণ্যের স্টলে ভিড় 

বঙ্গনিউজঃ   ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ছুটির দিন শনিবার রেকর্ড সংখ্যক ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। মেলা ঘিরে সব রকম পণ্যের স্টলে ভিড় ও বিক্রি বেড়েছে।

এ কারণে পুরো পূর্বাচলে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। তবে যানজটের অজুহাতে ঢাকা বাইপাস সড়কের সিএনজি চালকরা দ্বিগুণ- তিনগুণ ভাড়া আদায় করছে।

বাণিজ্যমেলার ২০তম দিন শনিবার বিকালে মেলা ঘুরে দেখা যায়- ইলেক্ট্রনিক পণ্যের পাশাপাশি নামিদামি প্রতিষ্ঠানের ফার্নিচারের বিপুল সমাহার। এসব প্রতিষ্ঠানের বিশেষ ছাড়ে ক্রেতার সংখ্যা বহুগুণ বেড়েছে। চাহিদামতো ডিজাইনের অর্ডারও করছেন কেউ কেউ।

মেলায় যমুনার স্টলে নতুন মডেলের বাইক এসেছে। যমুনা প্যাভিলিয়নের হেড অব করপোরেট এমএ সবুর খন্দকার জানান, শনিবার যমুনার অনেক পণ্য বিক্রি হয়েছে। বেশ কয়েকটা এসি বিক্রি হয়েছে।

ঢাকার উত্তরখানের হায়দার আলী জানান, যমুনার পণ্য ভালো না হয়ে পারে না। এজন্য যমুনার এসি কিনেছি। ডেমরার শিক্ষিকা কল্পনা রহমান জানান, গত বছরও যমুনার পণ্য কিনেছি। মানে-গুণে অনন্য যমুনার পণ্য। এবার যমুনার স্কুটি দেখেছি। আমার মেয়েকে এটা কিনে দেব। কারণ এটি জ্বালানি সাশ্রয়ী ও দেখতে সুন্দর।

ভুলতা গাউছিয়া এলাকার বাসিন্দা নাঈম ভূঁইয়া বলেন, ঢাকা বাইপাস সড়ক হয়ে আমরা যারা মেলায় যাতায়াত করি-তারা ধুলোবালির ভোগান্তিতে পড়ি। এছাড়া যানজটও থাকে। মেলায় যাতায়াত অবস্থা ভালো নয়। তবে এবারের মেলা আগের তুলনায় জমজমাট।

মায়ারবাড়ি এলাকার সিএনজি চালক আশিক বলেন, শুক্র ও শনিবার মেলার কারণে যানজট লাগে। ঢাকা বাইপাস সড়কে ৮ লেনের কাজ চলায় এ সড়কের গোলাকান্দাইল মোড় থেকে আট থেকে ১০ কিলোমিটার বাণিজ্যমেলা পর্যন্ত প্রায় যানজট থাকে। এখানকার নিয়মিত ভাড়া ৩০ টাকা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। এ কারণে ভাড়া এখন ১০০ টাকা।

বাংলাদেশ সময়: ১০:০০:১৭ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ