পিছিয়ে নেই বিলওয়াল,১৯ আসনে ইমরান-নওয়াজ সমানে সমানে

Home Page » প্রথমপাতা » পিছিয়ে নেই বিলওয়াল,১৯ আসনে ইমরান-নওয়াজ সমানে সমানে
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪


পিটিআই নেতা ইমরান খান, পিএমএল-এন নেতা নওয়াজ শরীফ ও পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো

 

বঙ্গনিউজঃ    পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গণনা চলছে। বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষে খুবই ধীরগতিতে ভোট গণনার কাজ করা হচ্ছে। এর আগের নির্বাচনের দিন স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে কোন দল এগিয়ে ছিল সে সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পাওয়া গিয়েছিল। আর এবার ভোট গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১৯ ঘণ্টায় ২৬৫ আসনের মধ্যে মাত্র ১৯ আসনের ফল পাওয়া গেছে।

ডন পত্রিকার অনলাইন ভার্সনে এখন পর্যন্ত ১৯টি আসনে ফল ঘোষণার তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন) ৭টিতে এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৫টি আসনে জয়লাভ করেছে।

এদিকে এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে, পিএমএল-এন ৫টিতে এবং পিপিপি ৪টিতে জিতেছে।

অপরদিকে বলছে- এখন পর্যন্ত পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬ আসনে এবং পিএমএল-এন ৬টিতে বিজয়ী হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৪৭ ● ১৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ