গাজীপুরের ঝুঁকিপূর্ণ রেল লেভেল ক্রসিং এ গেটম্যানসহ গেটবার স্থাপনের দাবীতে মানববন্ধন

Home Page » আজকের সকল পত্রিকা » গাজীপুরের ঝুঁকিপূর্ণ রেল লেভেল ক্রসিং এ গেটম্যানসহ গেটবার স্থাপনের দাবীতে মানববন্ধন
শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪


 ---

গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের দেশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝুঁকিপূর্ণ রেল লেভেল ক্রসিং এ গেটম্যানসহ গেটবার স্থাপনের দাবীতে বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসি ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

বুধবার বিকাল ৪টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধনে দেশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিয়া খানম, সহকারি শিক্ষক হালিমা আক্তার, নারসিন আক্তার, রেশমা আক্তার, শাকিলা ইসলাম ছাড়াও এলাকাবাসী হাবিবুর রহমান মাসুম, আবু সালেহ মানিক, অর্জুন মন্ডল, লিয়ানা রহমান লোপা, ঝুমুর রাণী সরকারসহ দেশিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে গেইটম্যানসহ গেইটবার স্থাপনের দাবী জানান।

এসময় কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসতে রেলক্রসিং এর ঝুঁকির কথা তুলে ধরে স্লোগান দিতে থাকে।

এসময় প্রধান শিক্ষক মার্জিয়া খানম বলেন, স্কুল ভবন থেকে মাত্র দশ ফুট দূরে অরক্ষিত লেভেল ক্রসিং থাকায় ঝুঁকির কথা বিবেচনায় অনেক শিক্ষার্থী স্কুলে আসে না।
দেশি পাড়া 19 নং ওয়ার্ড। এমপি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

বাংলাদেশ সময়: ০:১০:৫৭ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ