হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ লোহিত সাগরে ব্রিটিশ-গ্রিক জাহাজ লক্ষ্য করে

Home Page » বিশ্ব » হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ লোহিত সাগরে ব্রিটিশ-গ্রিক জাহাজ লক্ষ্য করে
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ   লোহিত সাগরে আবারও হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জাহাজ লক্ষ্য করে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হুথিদের তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন এমবি স্টার নাসিয়া। দুটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছে বিস্ফোরণ হয়, অন্য একটিকে ভূ-পাতিত করে মার্কিন নৌবাহিনী।

বলা হয়েছে, এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে; তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমবি স্টার নাসিয়া চলাচলের উপযোগী থাকায় সেখান থেকে চলে যায়।

ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইড। সবগুলো ক্ষেপণাস্ত্রই জাহাজটির কাছে গিয়ে পতিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১৭:২৮ ● ১৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ