সুপ্রতীম সিংহ রায় - শীত পার্বণ

Home Page » সাহিত্য » সুপ্রতীম সিংহ রায় - শীত পার্বণ
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪


শীত পার্বণ

ঝিলমিল শেষে সব একাকার
হিমেল হাওয়ায় বরফ জোগায়,
শীতঘুম আর কুয়াশা পরশ
উৎসব দিন নিভৃতে ঘুমায়।

পৌষের ভোর হিম হিম ভাব
লেপ মোড়া রাত দমকা আদর,
মাফলারে মুখ ঢাকা পড়ে যায়
বাড়তি গায়ে পশম চাদর।

কফিমগ ধোঁয়া তোমার সকাল
আমার বুকে মাদল বাজে,
পিকনিক ভোরে প্রথম দেখা
সরস্বতী মুখ, চোখের খাঁজে।

সূর্য তাপের দম্ভ ছোট
রাত্রি পাওনা বাড়তি ক্ষণ,
হলুদ শাড়ি, অঞ্জলী দেওয়া
বুক ধুকপুক কিশোরী মন।

এবার তবে হাত-গা সেঁকি
পাপপোড়া সব নিভু আগুনে,
উষ্ণতা ওম বুক ভরে নিই
রং মাখব ফের ফাগুনে।

আর কটা দিন এমনই কাটুক
হিমেল হাওয়ার বরফ চেখে,
বেশ চলে যাও, যদি ডাকে দোল
শেষ চুমু দেব আদর মেখে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৯ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ