তারাপদ রায়- এর কবিতা এক জন্ম

Home Page » সাহিত্য » তারাপদ রায়- এর কবিতা এক জন্ম
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪


এক জন্ম

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৩ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ