বঙ্গনিউজঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধানের নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। রোববার বিকালে রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরী ও উপ-রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান মন্ডল স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে ১৬ জানুয়ারি ‘শিক্ষক নেতার নিয়োগে অভিনব জালিয়াতি, পদোন্নতিতেও অনিয়ম ও দুদকের নির্দেশনায় রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা তলব ইউজিসির’ শিরোনামে দৈনিক সংবাদ প্রকাশিত হয়। এর পরেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অফিস আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের পত্রের সঙ্গে সংযুক্ত সহযোগী অধ্যাপক তাবিউরের প্রভাষক পদে নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে দালিলিক প্রমাণ এবং মাহমুদুল হকের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৪ মার্চ হাইকোর্টের জারি করা রুল ও আদেশ অনুযায়ী বেরোবির লিখিত বক্তব্য চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চিঠি দিয়েছে। এ বিষয়ে গঠিত কমিটিকে তথ্য অনুসন্ধান করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ৮ জানুয়ারি বেরোবি কর্তৃপক্ষকে এ চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রভাষক হিসেবে নিয়োগ পান ২০১২ সালে। পরে দুই দফায় পদোন্নতিও পেয়েছেন। তবে পদোন্নতিতে রয়েছে অনিয়মের অভিযোগ। তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। অনিয়মের দাবি তুলে ইউজিসিতে অভিযোগ করেন নিয়োগবঞ্চিত শিক্ষক মাহমুদুল হক।