ব্রাউজারে পাসওয়ার্ড নিরাপত্তায় যা করবেন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ব্রাউজারে পাসওয়ার্ড নিরাপত্তায় যা করবেন
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪


ফাইল ছবি

ইন্টারনেট ব্রাউজারে বেশ কিছু ডিজিটাল মাধ্যম যেমন ইমেইল, ফেসবুক, টুইটার ব্রাউজ করার সময় লগইন করতে হয়। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলে ব্রাউজার পাসওয়ার্ড সংরক্ষণ করবে কি না এ বিষয়ে বার্তা আসবে। ইয়েস ক্লিক করলে আইডি পাসওয়ার্ড ব্রাউজারে সেভ হয়ে যায়।

পরে ওই ব্রাউজার দিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে প্রবেশে আইডি পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বসে যায়। অর্থাৎ ব্যবহারকারীকে আইডি পাসওয়ার্ড পুনরায় লিখতে হয় না। ব্যক্তিগত কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করলে কোনো সমস্যা না হলেও অন্যস্থান যেমন অফিস বা ভ্রমণে কম্পিউটারে পাসওয়ার্ড সেভ করে রাখলে তা বেহাত হওয়ার ঝুঁকি থেকে যায়।

কারণ তাতে পাসওয়ার্ড সুরক্ষিত থাকে না। ব্রাউজারে সেভ পাসওয়ার্ডের বার্তা বন্ধ করতে চাইলে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে প্রথমে ব্রাউজার অংশে গিয়ে ওপরের বাম পাশ থেকে টুলস মেন্যুতে ক্লিক করে অপশনসে যেতে হবে। ওখানে ‘আস্ক টু সেভ লগইনস অ্যান্ড পাসওয়ার্ডস ফর ওয়েবসাইটস’ বক্স থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:১৬ ● ১৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ