দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

Home Page » জাতীয় » দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা
বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪



দুই সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

বঙ্গনিউজঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনর সাধারণ নির্বাচনসহ ৯ টি পৌরসভা এবং কয়েকটি ইউনিয়ন- ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ইসি সচিব জাহাংগীর আলম জানান, ‘এই ২৩৩টি নির্বাচনের মধ্যে রিটার্নিং অফিসে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি এবং রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতা আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ করা ২৩ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ করা হবে ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রথম নির্বাচন হয় ২০১৯ সালে। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০২২ সালের ১৫ জুন। সেই ভোটে জিতে মেয়র নির্বাচিত হন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত ১৩ ডিসেম্বর তার মৃত্যু হলে এ সিটির মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:০১ ● ১৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ