সত্যি একটা মানুষ লাগে- তানজীনা ফেরদৌস

Home Page » সাহিত্য » সত্যি একটা মানুষ লাগে- তানজীনা ফেরদৌস
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪


সত্যি একটা মানুষ লাগে- তানজীনা ফেরদৌস

সত্যি একটা মানুষ লাগে!!
তানজীনা ফেরদৌস
সত্যি একটা মানুষ লাগে!
ভোর বেলাতে ঘুম ভাঙাতে
শেষ বিকেলে পায়ে পা মেলাতে
সন্ধ্যা বেলা চায়ের কাপে
রাতের বেলা তার বুকে
সত্যি একটা মানুষ লাগে!
দূরত্বে তার মঙ্গল চেয়ে জায়নামাজে
বুকের ক্ষত, দুঃখ যত সব ভোলাতে
মনের যত আবোল তাবোল গল্প শোনাতে।
ভরা পূর্ণিমায় চাঁদ দেখতে মাঝ রাত্রিরে
সত্যি একটা মানুষ লাগে!
হুট করে দু লাইন লিখে তার মন রাঙাতে।
কারণ ছাড়া রাগ দেখাতে
খুব যতনে অভিমান ভাঙাতে।
হৃদয় দহন, যত ক্ষরণ সব ভাগাতে
সত্যি একটা মানুষ লাগে!

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২১ ● ২৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ