মারা গেলেন রাবি অধ্যাপক শামসুজ্জোহা

Home Page » প্রথমপাতা » মারা গেলেন রাবি অধ্যাপক শামসুজ্জোহা
শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪


মারা গেলেন রাবি অধ্যাপক শামসুজ্জোহা

 বঙ্গনিউজঃ  হঠাৎ বুকে ব্যথা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এছামীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, দুপুরের দিকে বুকে ব্যথা অনুভব করলে ড. এছামীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকালের দিকে ইন্তেকাল করেন তিনি। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাবি কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

অধ্যাপক মো. শামসুজ্জোহা এছামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শিক্ষা ও গবেষণায় ড. শামসুজ্জোহা এছামীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপাচার্য। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, ড. এছামী ২০০২ সালের ৩০ ডিসেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন তিনি। তিনি রাবি শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৩৬ ● ১৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ