জমির উদ্দিন মিলন-এর কবিতা তোমাকে ভালবাসি, কথাটি যুক্তিঙ্গত না

Home Page » সাহিত্য » জমির উদ্দিন মিলন-এর কবিতা তোমাকে ভালবাসি, কথাটি যুক্তিঙ্গত না
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪


তোমাকে ভালবাসি, কথাটি যুক্তিঙ্গত না

তোমাকে ভালবাসি, কথাটি যুক্তিঙ্গত না
বলতে পারো শব্দটির ঢের অপব্যবহার
তবে শুদ্ধতা ও সঙ্গতি নষ্ট হবার নয়
এই অপব্যবহার শৃঙ্খলের থেকে প্রেরণার জন্ম
এই প্রেরণা উপলব্ধ নয়
তবে শেষ টুকু চমকপ্রদ ও নিরেট খাঁটি
আমি তোমাকে ভালবাসি
তোমার মৌলিক অধিকার আছে
এই ভালবাসা গ্রহণ না করার
তীব্র বিদ্রুত করার অধিকার ও তোমার আছে
নেই শুধু।অভিযোগ করার অধিকার!
অভিযোগ ঘৃণা অবজ্ঞা পোষণ করার দরকার কী
মুখের ভাষায় নই দৃঢ় ভাবে চোখের ভাষায়
বলে দিও; আমি দ্বিধা দুয়ারে পা রাখবো না
তোমাকে ষোলআনা মুক্তি দেবো
তোমার দ্বিতীয় বিরক্তি কারণ হবো না

জমির উদ্দিন মিলন

বাংলাদেশ সময়: ১১:৪৬:০১ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ