কোহলি-রোহিতকে যা করতে হবে বিশ্বকাপে খেলতে হলে

Home Page » ক্রিকেট » কোহলি-রোহিতকে যা করতে হবে বিশ্বকাপে খেলতে হলে
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪


কোহলি-রোহিতকে যা করতে হবে বিশ্বকাপে খেলতে হলে

 বঙ্গনিউজঃ  চলতি বছরের জুনে ওয়েষ্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের হট ফেভারিট ভাবা হয় ভারতকে।

ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা আর সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দুজনই ভারতীয় দলের আইকন ক্রিকেটার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সুযোগ পেতে হলে বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে।

শুধু তাই নয়! বিশ্বকাপের আগে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে কোহলি-রোহিতকে। তাহলে বিশ্বকাপের জন্য বিবেচিত হবেন তারা। এর ব্যতিক্রম হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়ে যেতে পারেন ভারতীয় এই দুই তারকা ক্রিকেটার।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সাবেক একজন জাতীয় নির্বাচক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যদি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া সেরা পাঁচে থাকে তাহলে আপনার বাঁহাতি কোথায়? ধরে নেওয়া যাক আপনি কোহলিকে বাদ দেবেন এবং রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়ালকে ওপেন করাবেন। তাহলে শুভমান গিল নামবেন তিন নম্বরে। কিন্তু প্রধান নির্বাচক অজিত আগাকার কি কোহলিকে বাদ দেওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিতে পারবে?’

তিনি আরও বলেছেন, ‘প্রধান নির্বাচক যদি রোহিত শর্মা ও বিরাট কোহিলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখেন তাহলে বাদ পড়তে পারেন রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিশান।’

এ ব্যাপারে ভারতীয় প্রবীণ এক ক্রিকেট প্রশাসক বলেছেন, ‘প্রধান নির্বাচক অজিত আগরকারের কমিটির যতই ক্ষমতা থাক না-কেন, সবটাই নির্ভর করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সিদ্ধান্তের ওপর। এখনও পর্যন্ত ঠিক আছে যে, হয় দু’জনকেই দলে নিতে হবে। অথবা, রোহিত ও বিরাট দু’জনকেই দল থেকে বাদ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বুদ্ধিমানের কাজ হবে, আফগানিস্তানের বিপক্ষে এ সপ্তাহে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উভয়কে দলে রাখা। তাতে আইপিএল পারফরম্যান্স দেখার আগেই কোহলি-রোহিতের বর্তমান পারফরম্যান্সটা দেখে নেওয়া যাবে।’

বাংলাদেশ সময়: ১২:০৫:০৬ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ