৭১ শিক্ষক-শিক্ষার্থী বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির

Home Page » শিক্ষাঙ্গন » ৭১ শিক্ষক-শিক্ষার্থী বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪


৭১ শিক্ষক-শিক্ষার্থী বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির

বঙ্গনিউজঃ  বিশ্বসেরা গবেষকদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মোট ৭১ জন শিক্ষক ও শিক্ষার্থীর নাম স্থান পেয়েছে। তালিকায় বিভিন্ন বিভাগের ৪৬ শিক্ষক ও ২৫ জন শিক্ষার্থী রয়েছেন। শুক্রবার আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২৪ এর তালিকা প্রকাশ করে।

এ তালিকায় দেশের ২০৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স ও সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে দিন দিন শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বেড়ে চলেছে। ইতোমধ্যে গবেষণা বাড়ানোর জন্য আমরা গবেষণা কেন্দ্র নিয়ে কাজ করেছি। আশা করি ভবিষ্যতেও আমাদের বিশ্ববিদ্যালয়ে আরও গবেষকদের সংখ্যা বাড়বে।’

বাংলাদেশ সময়: ১৩:৫২:৪৩ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ