শুভ নববর্ষের শুভেচ্ছা - ড. মোহাম্মদ ইউসুফ মিঞা

Home Page » সাহিত্য » শুভ নববর্ষের শুভেচ্ছা - ড. মোহাম্মদ ইউসুফ মিঞা
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪


ড. মোহাম্মদ ইউসুফ মিঞা
পুরনো দিনের কষ্টের  কথা
মুছে যাক সকল গ্লানি-ব্যাথা।
দূর হউক মনের বেদনা হতাশা
হৃদয়ে ধরা দেউক আশা ভরসা।
নিত্যদিনের জড়তায় রোগব্যাধি ভোগান্তি
সুস্থতায় নিপাত যাক সব ক্লান্তি বিভ্রান্তি।
শান্তির পরশে থাকুক সুখের অবগাহন
জীবনের ভাবনায় আসুক স্বস্তির অন্বেষণ।
কপটতা জটিলতা কুটিলতা মুক্তির নিরসনকল্পে
সুখের সন্ধানে অমৃত সুধায় ভরুক হৃদয় অল্পে।
রঙ্গিন চাওয়া পাওয়ায় ভাসুক আগামবার্তা
প্রতিদিনের জীবনে মিলিত হোক সরলতা।
পরশ্রীকাতরতা মুক্ত হোক মনের একান্ত ইচ্ছা
সবাইকে শ্রেনীমত জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১:২৪:১৪ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ