‘নতুন পৃথিবী’ -তানজীনা ফেরদৌস

Home Page » সাহিত্য » ‘নতুন পৃথিবী’ -তানজীনা ফেরদৌস
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪


তানজীনা ফেরদৌস
নতুন সকাল নতুন দিন,
পুরানো ব্যথায় জাগুক ঋণ।
প্রাণের দোসর থাকুক প্রাণে,
কথা না হোক তাহার সনে।
গেছে যে দিন, গেছে সময়,
পুরানোকে বিদায় জানাই।
শুধু সময়ের শিক্ষাগুলি,
বুকে পুষে এগিয়ে চলি।
দিনটা নতুন বছর টাও তাই
মুখে না বলে চিন্তা বদলায়।
যদি নতুন করে চিন্তা করি,
ভাবনাগুলো নতুনত্বের মলাটে মুড়ি।
পুরানো ব্যথা, কষ্ট কথা, অতীত ফিরে চাই
শুধু ভাবনাগুলো নতুন ফ্রেমে সামনে এগিয়ে যাই।
নতুন ফ্রেমের ক্যানভাসে আঁকাবো সব-ই
সুখ,দুঃখ, জরা নিয়ে নতুন পঞ্জিকার প্রতিচ্ছবি।
জানি নতুন বছরের ও আসছে জানুয়ারি আসবে ডিসেম্বর ।
একইভাবে বিদায় জানিয়ে করবো হাহাকার।
তার চেয়ে বরং ধারণ করি দিন সবই সমান,
যদি চিন্তা গুলো নতুন ভাবি তাহলে প্রতিটা দিন প্রতিটা বছর নতুনেই চলমান।
নতুন চিন্তায় গুছিয়ে রাখি ব্যথা নতুন সুখও তাই।
নতুন চিন্তায় সাজিয়ে রাখি নতুন আমার জন্য
এই পৃথিবীটাই।

বাংলাদেশ সময়: ১:০৭:০২ ● ৯৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ