বছর শেষে স্মার্টফোনে মূল্যছাড়

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বছর শেষে স্মার্টফোনে মূল্যছাড়
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩


 বছর শেষে স্মার্টফোনে মূল্যছাড়

বঙ্গনিউজঃ   ২০২৩ সালকে বিদায় জানাতে রিয়েলমি নতুন অফার ঘোষণা করেছে। ক্যাম্পেইনে রিয়েলমি ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলে ক্রেতারা পাবেন মূল্যছাড়।

শুধু রিয়েলমির নিজস্ব স্টোর থেকে স্টক শেষ হওয়া অবধি অফার চলবে। ইয়ার-এন্ড সেল-ব্রেশন ক্যাম্পেইনে রিয়েলমি সি-৫৫ (৬+১২৮ জিবি) স্মার্টফোনে মিলবে মূল্যছাড়। দ্রুত চার্জিং সুবিধার ডিভাইস যারা খুঁজছেন, তাদের জন্য ক্যাম্পেইনের বিশেষ মূল্যে রিয়েলমি সি-৫৩ (৬+১২৮ জিবি) মডেলেও মিলবে ছাড়।

ডিভাইসটির চার্জিং সুবিধার কারণে মাত্র ৪৬ মিনিটেই মডেলটির শতভাগ চার্জ সম্পন্ন হয়। বিশেষ অফারে আছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরাযুক্ত রিয়েলমি সি-৫১ (৪+৬৪ জিবি) মডেল। শক্তিশালী প্রসেসর যুক্ত রিয়েলমি সি-৩০এস মডেলের দুটি সংস্করণে থাকছে মূল্যছাড়। সংস্করণ দুটি হচ্ছে ২+৩২ জিবি এবং ৩+৬৪ জিবি।

ক্যাম্পেইনের প্রতিটি স্মার্টফোনে থাকছে অনন্য সব ফিচার। সারাদেশে প্রযুক্তিপ্রেমীদের অভিজ্ঞতার উন্নয়নে নিবিড়ভাবে কাজ করছে ব্র্যান্ডটি। স্মার্টফোনে কার্যকারিতা ও নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে থাকেন এমন গ্রাহকের কাছে ব্র্যান্ডটি জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৫:১০:১১ ● ২৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ