পাল্টাপাল্টি মামলা সন্দ্বীপে নির্বাচনি মিছিলে হামলার ঘটনায়

Home Page » সারাদেশ » পাল্টাপাল্টি মামলা সন্দ্বীপে নির্বাচনি মিছিলে হামলার ঘটনায়
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩


 পাল্টাপাল্টি মামলা সন্দ্বীপে নির্বাচনি মিছিলে হামলার ঘটনায়

 বঙ্গনিউজঃ   সন্দ্বীপের দুই স্থানে নির্বাচনি মিছিলে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর পৃথক দুটি স্থানে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে ওই দিন স্থানীয় মুছাপুর ইউনিয়নের আলীমিয়ার বাজার ও এনাম নাহার মোড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি জনসভায় ছিল। জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থীর মিছিল বের হলে নৌকা মার্কার সমর্থকরাও পাল্টা মিছিল বের করে।

এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা শুরু হয়। সন্ত্রাসীদের রামদার কোপে শাহজামাল আদর নামে ঈগল প্রতীকের এক সমর্থকের পায়ে মারাত্মক জখম হয়। এই হামলায় আব্দুল কাদের নামে নৌকা মার্কার এক সমর্থকও আহত হন।

পুলিশ জানায়, স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা হলেন- শীর্ষ সন্ত্রাসী আব্দুল কাদের (৩৫), হত্যা মামলার আসামি আজম খান তুহিন (৪০), মুছাপুর ১ নং ওয়ার্ডের সানা উল্লাহ শামীম (৪৫), মহিম বিল্লা (২০), পৌরসভার ফয়সাল (৩০), শাকিল উদ্দিন খোকন (৪২), জীবন, মামুন, সজিব (২৫), মুছাপুরের মহিদুল সিকদার জিকু (৩৫), সোহাগ সিকদার (২৩), শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন হেজন (৩৫), আবদুর রহমান (২০), মেহেরাজ (২০), নাইম (২৩), রাকীব (২৪), আনোয়ার হোসেন (৪৫), সাকিব (২৩), রিপন (৩৫), গাছুয়া ইউনিয়নের আদনান জাবেদ, জিহাদ ওরফে বস্তা জাবেদ, রহমতপুরের পারভেজ, ডাকাতির মামলার প্রধান আসামি পৌরসভার ভিডিও সুমন (৪২), সাকিব (২৯), গাছুয়ার ইকবাল (৪২), মুছাপুরে আজিজের ছেলে শহীদ ওরফে ইয়াবা শহীদ, সাবেক যুবদল নেতা ও ২০১৩ সালে আওয়ামী লীগের মিছিলে হামলার নায়ক শীর্ষ সন্ত্রাসী লোহা বাবুল অন্যতম।

অপরদিকে নৌকার মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত পাল্টা মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন, সাহাবুদ্দিন, ডাকাতি মামলার বাদি ফজলুল করিম, মিনহাজ, শাহেদ, আকবর হোসেন, জাফর, আসাদুজ্জামান অপু, মাসুদ রানা, আবুল খায়ের, দেলোয়ার হোসেন, মহিউদ্দিন, আইনাল মুন্না, আকবর, ফোরকান, জাবেদ, সুমন, কুতুব উদ্দিন, জাকের ইসলাম, সিরাজুল ইসলাম, কাউছার, রুবেল, মেহেদী হাসান, রিয়াদ, নুহান, শাখাওয়াত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:১৫:৫৬ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ