শায়খ আহমাদুল্লাহ ফিলিস্তিন ইস্যু নিয়ে যা বললেন

Home Page » জাতীয় » শায়খ আহমাদুল্লাহ ফিলিস্তিন ইস্যু নিয়ে যা বললেন
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩


 শায়খ আহমাদুল্লাহ ফিলিস্তিন ইস্যু নিয়ে যা বললেন

বঙ্গনিউজঃ   ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মুসলিম জাতির বিজয়ের জন্য এখন ঐক্য জরুরি।

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে বাংলাদেশ দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। মুসলিম প্রধান দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ অমুসলিম দেশগুলোতে ইসরাইলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছে। তুরস্কসহ বহু দেশ ইসরাইলি পণ্য বয়কট করেছে। মুসলিম জাতির বিজয়ের জন্য এখন ঐক্য জরুরি। সেটা দেশ বা বিদেশের যে কোনো বিষয় হোক।’

মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা, স্বাধীন ফিলিস্তিনের স্বকীয়তা রক্ষা ও দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ।

সেমিনারে চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমসহ জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সহ-সভাপতি গাজী আতাউর রহমান, জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১০:৫৫:৫১ ● ২১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ