নিউজিল্যান্ডকে গুড়িয়ে বাংলাদেশের ইতিহাস

Home Page » ক্রিকেট » নিউজিল্যান্ডকে গুড়িয়ে বাংলাদেশের ইতিহাস
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩


 শরিফুলের উদযাপন

বঙ্গ-নিউজঃ প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তাই ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর জন্য সিরিজের শেষ একদিনের ম্যাচে জিততেই হতো সফরকারী দলকে। ঐতিহাসিক জয়ে সে লজ্জা এড়িয়েছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।সিরিজের তৃতীয় তথা শেষ পঞ্চাশ ওভারের ম্যাচে নিউজিল্যান্ডকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে জয়ের স্বাদ পেল লাল সবুজের দল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দিয়েছিল পেসাররা। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এর মাধ্যমে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের দশ উইকেট নিলো বাংলাদেশের পেসাররা। ওয়ানডের ইতিহাসে এটা নিউজিল্যান্ডের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এটা কিউইদের সর্বনিম্ন পুঁজি। নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। সব মিলিয়ে ১৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সিলেটের এই তরুণ পেসারের মতো শরিফুল ও সৌম্যের শিকার সমান তিনটি করে উইকেট। ব্ল্যাক ক্যাপসদের বাকি উইকেটটি নিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রান তাড়ায় ১৫.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন আগের ম্যাচের সেরা খেলোয়াড় সৌম্য। দলকে জয়ের খুব কাছে এনে প্যাভিলিয়নে হাঁটেন এনামুল হক বিজয়। ৩৭ রান করেন এই ওপেনার।

৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত। তার সঙ্গী লিটন কুমার দাস ১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পতন হওয়া একমাত্র উইকেটটি নিয়েছেন উইল ও রার্ক।

বাংলাদেশ সময়: ১১:০২:৩৮ ● ১৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ