সিংহাসনে আবার রিয়াল মাদ্রিদ

Home Page » খেলা » সিংহাসনে আবার রিয়াল মাদ্রিদ
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০২৩


 রিয়াল মাদ্রিদ

বঙ্গ-নিউজঃ টেবিলের শীর্ষস্থানে প্রত্যাবর্তন করার মিশনটা মোটেও সহজ ছিল না রিয়াল মাদ্রিদের জন্য। এজন্য ঘাম ঝরাতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। অবনমনের শঙ্কায় থাকা আলাভেজের বিপক্ষে তাদের জয় ১-০ গোলে। ১৮ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করা জিরোনা। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বল দখলে নেতৃত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য আক্রমণে ঠিকই সফরকারী দলের কাঁধে কাঁধ রেখে কথা বলেছে আলাভেজ। এদিন জুড বেলিংহাম, টনি ক্রুস, রদ্রিগো গোজদের খেলায় ক্লান্তিভাব স্পষ্ট দেখা গেছে। তাতেই বছরের শেষ ম্যাচটাতে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে কষ্ট হয়েছে স্পেনের শীর্ষ লিগের গত আসরের রানার্সআপদের। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৪ জানুয়ারি মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে গ্যালাকটিকোরা। আলাভেজের বিপক্ষে এদিন রিয়াল মাদ্রিদের অচেনা রূপের আরেকটা কারণ হলো অনেকটা সময় একজন কম নিয়ে খেলা। ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাচো ফার্নান্দেজ। সেই সুযোগ কাজে লাগিয়ে অতিথিদের গোলমুখ খুলতে পারেনি আলাভেজ। ম্যাচের শেষদিকে আনন্দের উপলক্ষ্য পায় রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে পাওয়া বলকে হেডে জালের ঠিকানায় পাঠান স্প্যানিশ রাইট ব্যাক লুকাজ ভাসকেস।

বাংলাদেশ সময়: ১১:৩৬:২১ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ