বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ‘স্বপ্নের বিজয় বিজয়ের স্বপ্ন’ অনুষ্ঠিত

Home Page » ফিচার » বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ‘স্বপ্নের বিজয় বিজয়ের স্বপ্ন’ অনুষ্ঠিত
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩


নাটকের মঞ্চায়ন দৃশ্য

মারুফা কামাল,বঙ্গ-নিউজঃ  ১৫ ডিসেম্বর ,শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘স্বপ্নের বিজয় বিজয়ের স্বপ্ন’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আদর্শে বঙ্গবন্ধু প্রেরণায় শেখ হাসিনা হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানকে বুকে ধারণ করে পুরাতন ঢাকার জজকোর্ট আইনজীবী সমিতির সাবেক রাষ্ট্রপতি এডভোকেট জিল্লুর রহমান মিলনায়তনে ১৫ ডিসেম্বর বিকাল ৫ টায় ‘স্বপ্নের বিজয় বিজয়ের স্বপ্ন ‘শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিল্পীদের দলীয় পরিবেশনা

নাটক,গান ,আবৃত্তি ,নৃত্য সহ সংগঠনের কোরিওগ্রাফিতে শিল্পীদের বিভিন্ন দলীয় পরিবেশনা মঞ্চায়িত হয়। সভাপতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জনাব জাকির হোসেন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আহসান সিদ্দিকীর উপস্থাপনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলির অন্যতম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আসিবুর রহমান খান আসিব, লায়ন্স ক্লাব অব ঢাকার চার্টার সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোহাম্মদ আক্কাস আলী আকাশ, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর মিসবাউর রহমান মিসবাহ, রাষ্ট্র বিজ্ঞান সংঘের সভাপতি এম এ খালেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উদ্ভোদক শাজাহান খান এমপি

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠন সভাপতিমন্ডলির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম বুলু, সিনিয়র নেতা বীরমুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, সভাপতিমন্ডলির সদস্য কাজী আব্দুর রাজ্জাক, মোঃ শাহাদাত হোসেন মূসা, মোঃ মোজাম্মেল হক সরদার, মোঃ আকবর হোসেন সোহেল, এটিএম নেয়ামুল বাশির, মোঃ জয়নুল আবেদীন খান জয়, মোঃ মইনুল কবীর সাদ, বাউল অমিয় কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ভুট্টো, মোঃ আবু আলম মোল্লা রানা, শেখ বাদশা উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন বেপারি, প্রীতম আহমেদ বাবুল, এড. বাহার উদ্দিন, সিনজিল মমতাজ, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, উপ-দপ্তর সম্পাদক হযরত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল মুরাদ, অর্থ সম্পাদক মোঃ আকরাম সরদার, আইন বিষয়ক সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ তাসলিমা খন্দকার, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিসেস আসমা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মমো, কৃষি বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ বরকত ই খুদা মুকুল, আপ্যায়ন সম্পাদক মোঃ আলীম ঢালী, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম সাগর, ঢাকা জেলার সভাপতি এড মোঃ খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রওশন হোসেন মাটি, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি কে এম নাহিদ, সিনিয়র সহসভাপতি আবু জাহেল টুটুল, সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, মহানগর নেতা নূরুন নবী, মিজানুর রহমান বেপারী, মোঃ বাবুল খান, মুন্সিগঞ্জ জেলার সভাপতি কাজী মোঃ ফুলন, সিনিয়র সহসভাপতি শিউলি শবনম, সাধারণ সম্পাদক এস এম জি সারোয়ার হোসেন আলমগীর, ফরিদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ, শরীয়তপুর জেলার সভাপতি নাজমা আক্তার রোজী, কিশোরগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, ময়মনসিংহ মহানগরের সভাপতি আরিয়ান সেলিম, সাধারণ সম্পাদক অনিক সরকার, ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নেত্রকোনা জেলার সভাপতি মোঃ জহির হীরা, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক, ভোলা জেলার আহবায়ক মুশফিকুর রহমান শাওন ও সদস্য সচিব মোঃ রাজিব হোসেন, চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দসহ অনেক নেতাকর্মী।

কার্যকরী কমিটির সদস্যবৃন্দ
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা সকলকে বিমোহিত করে। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে ঘরে ফেরার শপথ করেন। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দীপ্ত শপথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১০:১১:৫২ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ