বঙ্গনিউজঃ ১৬ ডিসেম্বর, ১৯৭১। এই দিনে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছিল। এটি ছিল বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাঙালি জাতি শোষণ, বঞ্চনা, নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল। মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয়ের পেছনে ছিল লাখো শহীদের ত্যাগ ও আত্মত্যাগ। তারা জীবনের চরম ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলেন। তাদের ত্যাগের ফলেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গৌরবময় দিন। এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করি। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের ত্যাগের কথা স্মরণ করি। মহান বিজয় দিবস আমাদেরকে একটি শিক্ষা দেয়। এই শিক্ষা হলো, শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার অর্জন করা কঠিন। এর জন্য প্রয়োজন সাহস, সংগ্রাম ও ত্যাগ।
আজকের এই দিনে আমরা শপথ করি, আমরা শহীদদের আত্মত্যাগকে সার্থক করব। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলব।