নুরুন নাহার আহমেদ-এর কবিতা বন্দী পাখি

Home Page » সাহিত্য » নুরুন নাহার আহমেদ-এর কবিতা বন্দী পাখি
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩


 বন্দী পাখি
খাঁচার পাখি বনের পাখিরে, তুমি বন্ধু বড় সুখে,

ইচ্ছে হলে এপার ওপার সাগর পেরিয়ে দূর পাহাড়ে।

শখের বলি আমি আপন ঠিকানা ছাড়ি ছোট্ট খাঁচায়,

বন্দী করে মানুষ খোঁজে চিত্তের সুখ কোন সে নেশায়?

বনের পাখি, তবুও তো ভাই তোমার একটা নিশ্চিন্ত জীবন,

ঝড়-বৃষ্টিতে ভিজে কাটে আমাদের কখনো নির্ঘুম।

শ্বেত পাথরের বাসিন্দা তুমি, তোমাতে আনন্দ উল্লাস,

খাঁচায় মাথা কুটে একটু না হয় মেটালে সাধ।

খাঁচার পাখি বনের পাখিরে, তোমার বন্ধু সাথে প্রিয়জন,

আমার সন্তানেরা নাবালক এতিম, পথ চেয়ে করে ক্রন্দন।

মনে পড়ে আমরা দু’জনে বেঁধেছিলাম ভালোবেসে ঘর,

ঘরে ছিলো লাল টুকটুকে ঝুঁটিবাঁধা কাক তুয়া বর।

দু’জনে ছাড়াছাড়ি অকারণে পায়ে বেড়ি সব ছারখার,

মনে এখন কালনাগিনীর বাসা সদা মারে যে ছোবল ।

তুমি বন্ধু, ভুলো না আমায় এসো কিন্তু সময় করে আবার,

জানিও আমার খবর প্রিয়জনেরে কোথায় আছি, কেমন আছি,

তাদের বিহনে কাটে না সময় আমি বন্ধু বড় অভাগী ।

চোখের পাতায় স্মৃতির ভিড়ে প্রিয় মুখগুলো পথ আগলায়,

বাকীটা জীবন কাটবে জানি প্রিয়জনের প্রত্যাশায় একাকী খাঁচায় ।

নুরুন নাহার আহমেদ

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৯ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ