বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফুটবলে এমন কোনো রেকর্ড বাকি নেই যেটি গড়েননি আর্জেন্টাইন সুপারস্টার; বাকি ছিল শুধু বিশ্বকাপ ট্রফি জয়।
সবশেষ কাতার বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে শ্বাসরুদ্ধকর ফাইনালে লিওনেল মেসির জাদুতে অবিশ্বাস্য জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন মেসি।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলে অবিশ্বাস্য পারফর্ম করে কিংবন্তির পর্যায়ে পৌঁছে গেছেন।
ধারাবাহিক পারফরম্যান্সে ফুটবল বিশ্বের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা বনে গেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
এতকিছুর পরও মেসি-রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলার বলতে নারাজ ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোচ হোসে মরিনহো। তিনি ব্রাজিলের সাবেক তারকা রোনালদো নাজারিওকে ফুটবলের ‘সর্বকালের সেরা’ হিসেবে বেছে নিয়েছেন।
মরিনহো বলেছেন, ‘আমরা যদি প্রতিভা এবং দক্ষতার বিষয়ে কঠোরভাবে কথা বলি তবে কেউই রোনালদো নাজারিকে ছাড়িয়ে যেতে পারে না। যখন সে বার্সেলোনায় ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে তিনিই আমার দেখা সেরা খেলোয়াড়।