
বঙ্গনিউজঃ খান বাহাদুর আহছান উল্লাহ রহমতুল্লাহি আলাইহির সার্ধশতবার্ষিকী জন্ম দিবস উপলক্ষে কালীগঞ্জ আহছানিয়া মহিলা মিশন এর উদ্যোগে বিশেষ ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সেক্রেটারি ডঃ কাজী আলী আজম উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিশনের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যগণ । উক্ত অনুষ্ঠানে গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুরো অনুষ্ঠানটির আয়োজন করেন কালীগঞ্জ আহছানিয়া মহিলা মিশনের প্রধান পৃষ্ঠপোষক ডঃ জাহানারা সার্বিক সহযোগিতায় ছিলেন ভাড়া সিমলা স্কুলের শিক্ষিকা ফাতেমা বানু এবং জান্নাতুন নাহার লাইজু, উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কালীগঞ্জ শিল্পকলা আকাডেমির পরিচালক এটিএম রেজাউল হক।