পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

Home Page » সারাদেশ » পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩


পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরুবঙ্গনিউজঃ   ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে শনিবার রাত ১টা থেকে আজ রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে ৪টি ফেরি আটকে ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, শনিবার রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৪৫:০৯ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ