মেসি মেসি’ স্লোগান রোনালদোর সামনেই

Home Page » খেলা » মেসি মেসি’ স্লোগান রোনালদোর সামনেই
রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩


মেসি মেসি’ স্লোগান রোনালদোর সামনেই
 

প্রতিপক্ষের মাঠে খেলতে নামলেই লিওনেল মেসির নামে স্লোগান শোনায় অভ্যস্ত হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এজন্য মেজাজ হারাতেও দেখা যায় পর্তুগিজ সুপারস্টারকে।

তবে সৌদি প্রো লিগে শুক্রবার ভিন্ন এক রাত ছিল তার জন্য। নেইমার বিহীন আল হিলালের বিপক্ষে তার দল আল নাসর ৩-০ গোলে হেরেছে। ম্যাচ শেষে ‘মেসি মেসি’ স্লোগান শুনতে হয়েছে রোনালদোকে। তবে এবার আর তিনি মেজাজ হারাননি!

নেইমারের দল আল হিলালের হয়ে জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলক্সান্দার মিত্রোভিচ। অন্য গোলটি তার সার্বিয়া সতীর্থ সের্হেই মিলিনকোভিচ-সাভিচের। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার।

এ মৌসুম দারুণ কাটছে সিআর সেভেনের। গোল করে ও করিয়ে তিনি উড়ছেন। এ মৌসুমে লিগে ১৪ ম্যাচে ১৫ গোল করে রোনালদো শীর্ষে আছেন। কয়েক ম্যাচ পর আল হিলালের বিপক্ষে গোল পাননি ৩৮ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড।

এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল আল নাসর। সমান ম্যাচে দুইয়ে থাকা তাদের পয়েন্ট ৩৪।

বাংলাদেশ সময়: ১৩:১৪:২১ ● ২০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ