বঙ্গনিউজঃ টানা পতনের পর কিছুটা ইতিবাচক অবস্থানে শেয়ারবাজার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আর বাজারমূলধন
বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে বুধবার ২৯৫টি কোম্পানির ৮ কোটি ১৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩০২ কোটি ৯৫ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১২৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৮ দশমিক ৫৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৩৬ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫১ দশমিক ২৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
শীর্ষ দশ কোম্পানি : বুধবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- সী পার্ল বীচ, ফুওয়াং ফুড, খুলনা প্রিন্টিং, মুন্নু সিরামিক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফুওয়াং সিরামিক ও ওরিয়ন ইনফিউশন।
ডিএসইতে বুধবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ফুওয়াং ফুড, জিকিউ বলপেন, আজিজ পাইপস, স্ট্যান্ডার্ড সিরামিক, খুলনা প্রিন্টিং, ওরিয়ন ইনফিউশন, শমরিতা হসপিটাল, ফু-ওয়াং সিরামিক, লিব্রা ইনফিউশন ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।
অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- জুট স্পিনার্স, ঢাকা ডাইং, শ্যামপুর সুগার মিল, হাওয়া ওয়েল টেক্সটাইল, প্রাইম ব্যাংক, মেঘনা কনডেন্সড মিল্ক, নাভানা সিএনজি, মেঘনা পেট্রোলিয়াম, পূবালী ব্যাংক, খান ব্রাদার্স পিপি।