মুহঃফরহাদ মুর্তাজা প্রধান- এর কবিতা অন্যের জয়ে

Home Page » সাহিত্য » মুহঃফরহাদ মুর্তাজা প্রধান- এর কবিতা অন্যের জয়ে
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩


অন্যের জয়ে

যে প্রাণ কাঁদে না
প্রাণের তরে,
যে প্রাণ পালিয়ে বেড়ায়
ভরে না হৃদয় অন্যের ভারে,
যে প্রাণ হয় না ব্যথিত
অন্যের ব্যথায়,
যে প্রাণ দেয় না হাত
দু:খিনীর মাথায়,
যে প্রাণ পায় না কষ্ট অন্যের কষ্টে,
যে প্রাণ হাসিতে মাতে
অন্যের নষ্টে,

যে প্রাণে আসে না কান্না
অন্যের কান্নায়,
যে প্রাণ ছিটায় লবন
অন্যের রান্নায়,
যে প্রাণ পায় না সুখ
অন্যের সফলতায়,
যে প্রাণ পায় না দুঃখ
অন্যের ব্যর্থতায়,
যে প্রাণ পায় না আনন্দ
অন্যের জয়ে,
যে প্ৰাণ তৃপ্তি পায়
অন্যের ক্ষয়ে,
যে প্রাণে নেই সহানুভুতি
দুস্থের তরে,
যে প্রাণ নিজের স্বার্থ সুখে
আপন জনকে ঠেলে দেয় দুরে,
সে প্রাণ, প্রাণ নয়
অন্তসার শূন্য, মৃতপ্ৰাণ,
সুবাসহীন, নেই কোন ঘ্রাণ ৷

মুহঃফরহাদ মুর্তাজা প্রধান

বাংলাদেশ সময়: ১৭:২৪:০১ ● ৩১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ