সাফিউল ইসলাম- এর কবিতা প্রিয় বাংলাদেশ

Home Page » সাহিত্য » সাফিউল ইসলাম- এর কবিতা প্রিয় বাংলাদেশ
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩


প্রিয় বাংলাদেশ


পৃথিবী জুড়ে খুঁজে পাবো না কো
এমন দেশটি মোরা,
বাংলাদেশ হল অতি প্রিয়
যা ফুলে আর ফলে ভরা।
এই দেশেতে আছে নদী ভরাস্রোত আর জলের ঢেউ,
পাখপাখালির ডাকে ভোর হয়, জানো কি কেউ?
বাংলাদেশের মাটি রে ভাই অধিক উর্বরা,
মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলায় কৃষক ভাইয়েরা।
নদীতে নৌকা বায়ে নানান জাতের মাছ ধরে কতো মাঝি-মাল্লারা,
তাই তো মাছে ভাতে বাঙালি নামেই পরিচিত মোরা ।
সবুজ শ্যামল মোদের এই অপরূপা বাংলাদেশ,
তুলনা হয় না তার সৌন্দর্যের নেই কোনো শেষ ।
ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ
সব ঋতুতে সাজে নানাভাবে
দেখতে লাগে বেশ রে ভাই দেখতে লাগে বেশ ।
মাঠ ভরা ফসল, নদী ভরা জল আর পদ্মফুলে ভরা পুকুর
সবই রয়েছে আমার সোনার দেশে,
সারা বছর থাকে মোদের প্রিয় বাংলাদেশ মহারাণীর বেশে।

সাফিউল ইসলাম

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৬ ● ৫০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ