রাসেল হাসান - এর কবিতা মুজিব

Home Page » সাহিত্য » রাসেল হাসান - এর কবিতা মুজিব
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩


মুজিব

মুজিব তুমি বেঁচে আছো
কোটি কণ্ঠে-গানে,
বেঁচে আছো চেতনাতে
সব বাঙালির প্রাণে ।
মুজিব তোমায় হারিয়েছি
বইছে শোকানল,
মুজিব ছাড়া শূন্য হৃদয়
চোখে ব্যথার জল ।
তোমার ডাকে দূর হয়ে যায়
মুক্তিসেনার ভয়,
নয়টি মাসের যুদ্ধ শেষে
ঘরে আসে জয় ।
মুজিব তুমি শত্রুর বুকে
ছিলে কঠিন বান,
মুজিব তুমি রেখেছিলে
বাংলাদেশের মান ৷
মুজিব তুমি জাতির চোখে
হাসো চাঁদের হাসি,
মুজিব তোমায় হৃদয় থেকে
কী যে ভালোবাসি!

রাসেল হাসান

বাংলাদেশ সময়: ১২:৩৭:৩৭ ● ২৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ