বিদেশের ৮ কেন্দ্রে পাশের হার ৯৪.৩৯

Home Page » শিক্ষাঙ্গন » বিদেশের ৮ কেন্দ্রে পাশের হার ৯৪.৩৯
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩


ফাইল ছবি

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে ৩২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন ৩০৩ জন। আর অনুত্তীর্ণ হয়েছেন ১৮ জন। সেই হিসেবে এসব কেন্দ্রে গড়ে পাসের হার ৯৪ দশমিক ৩৯।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরাও স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বিকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪। এর মধ্যে সাধারণ ৯ শিক্ষা বোর্ডের গড় পাশের ৭৫ দশমিক ৯০। সাধারণ এই শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩৭ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ