লরির ধাক্কায় টহলভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত

Home Page » সারাদেশ » লরির ধাক্কায় টহলভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত
শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩


 লরির ধাক্কায় টহলভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত

বঙ্গনিউজঃ  গাজীপুরে লরির ধাক্কায় টহল পিকআপভ্যান উল্টে বিতান বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এসআইসহ আরও এক কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়া সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, শুক্রবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। ভোর পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপকে ধাক্কা দেয়।

এতে পিকআপভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লরি ও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৪৫:২৩ ● ১৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ