অনিতা আনন্দ-এর কবিতা অপলক দৃষ্টি

Home Page » সাহিত্য » অনিতা আনন্দ-এর কবিতা অপলক দৃষ্টি
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩


অপলক দৃষ্টি
কাব্য, মনে পড়ে কি-
সেই দিনের কথা?
মনে পড়ে কি
আমাদের দু’জনের প্রথম দেখার স্মৃতি?
তোমাকে এক পলক দেখব বলে
ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে থাকতাম পুকুরঘাটে,
তুমিও আমাকে দেখে তাকিয়ে থাকতে
অপলক দৃষ্টিতে ।
আমিও তাকিয়ে থাকতাম একাগ্রচিত্তে ।
তাকানোর সে দৃশ্য আর অনুভূতির কথা
বোঝাব কী করে তোমায়?
কাব্য,
এখন সবকিছু শুধুই স্মৃতি ।
তুমি বলেছিলে,
তোমাকে এক পলক দেখলে
সেই দিনটা আমার খুব ভালো যায়।
তোমাকে যখন দেখি—
কী অদ্ভুত এক অনুভূতি অনুভব করতাম।
আমি নিমিষেই এক শীতল হাওয়ার স্পর্শে ভাবতাম
এই বাতাস হয়তো তোমারই ছোঁয়া।
এভাবেই ভাবতাম দিনমান
আর কাটাতাম সারাবেলা ।

অনিতা আনন্দ

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৬ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ