মোহাম্মদ মহিউদ্দিনের কবিতা-জীবনের কালবৈশাখী
Home Page »
সাহিত্য »
মোহাম্মদ মহিউদ্দিনের কবিতা-জীবনের কালবৈশাখী
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রকৃতিতে কালবৈশাখী আসে প্রতি বছর বৈশাখ মাসে
মানুষের জীবনে কালবৈশাখী আসে
আসার থাকে না কোনো সময়
থাকে না কোনো স্থান
এমনকি অনেক সময় পায় না কোনো ঘ্রাণ।
ছয় বছর বয়সে মাতৃবিয়োগ
২০ বছর বয়সে বিধবা
এমনকি জন্মের পূর্বে পিতৃহারা এই কোন কালবৈশাখী
জীবনকে করে দেয় বিপন্ন
জীবনে বিভীষিকা হয়ে আসে আসন্ন।
হঠাৎ নেমে আসা যুদ্ধ
রাজনৈতিক অস্থিরতা
ব্যক্তি জীবনে নেমে আসে কালবৈশাখী
সুখ-শান্তি, ঘরবাড়ি হয়ে পড়ে বিবর্ণ
মানুষ হারায় অধিকার
জীবন হয়ে পড়ে বিপন্ন ।
হঠাৎ করে অসুস্থতা
অথবা হঠাৎ কোনো দুর্ঘটনা
হারিয়ে গেল কোনো প্রয়োজনীয় অঙ্গ
জীবনে নেমে এলো অন্ধকার জীবনে এলো কালবৈশাখী জীবন হলো বিপন্ন।
ভালোবাসার মানুষটি হঠাৎ চলে গেল
বলেও গেল না
করে গেল নিঃসঙ্গ
বেঁচে থাকতে হয় বেঁচে থাকে নিঃসঙ্গতাকে সাথে নিয়ে
হারানোর ব্যথা বুকে থাকে।
কালবৈশাখী সামাল দেওয়া সহজ কথা নয়
সবাই পারে না
অনেকেই পরাস্ত হয়
কিছু কিছু ব্যতিক্রম যে নেই, তা নয়
জীবনে কালবৈশাখীর আঘাত মারাত্মক
তছনছ করে দেয় মানুষের জীবন।
বাংলাদেশ সময়: ১২:২৭:৩২ ●
৩১১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)