পারভীন আমিন-এর কবিতা নিশিরাত

Home Page » সাহিত্য » পারভীন আমিন-এর কবিতা নিশিরাত
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩


নিশিরাত
নিশিরাতে এসো বন্ধু
বসতে দিব পিড়ে।
তাল পাতার বাতাস দিব
প্রাণ যাবে জুড়ে।
কুহু কুহু সুরে কথা কবে
মন যাবে জুড়ে
সেই সুরেতে মন আমার
আকুল ব্যাকুল করে ।
গাভীর দুধের পায়েস দিব
মুখ রোচক করে ।
শীতল পাটি বিছিয়ে দিব
ঘুম যাবে শান্তিতে
আত্মার সাথে আত্মা মিলিয়ে
থাকবো মোরা এক সাথে
মনে হবে অনেক বছর পর
ঘুমালাম এক সাথে ।
তাই আমি আল্লার কাছে করি ফরিয়াদ
তিনি যেন, সারাজীবন আমাদের রাখেন
পরম শান্তিতে ।

পারভীন আমিন

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৮ ● ৩৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ