ডঃ আব্দুল হাকিম- এর কবিতা পল্লী গাঁয়ে সুখ

Home Page » সাহিত্য » ডঃ আব্দুল হাকিম- এর কবিতা পল্লী গাঁয়ে সুখ
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩


পল্লী গাঁয়ে সুখ

কংক্রিট ঘেরা শহর মাঝে
মন টিকে না মোর
সবুজ ঘেরা মাটির গন্ধে
কাটে আমার ঘোর ।
শহর যেনো কৃত্রিম হেসে
বদ্ধ ঘরে রয়
পাখির ডাকে ঘুম ভাঙে না
রবির আলো সয়।
হাজার ইটের দেয়াল ঘেঁষে
কঠিন মনে রাজ
অহম ভরা জীবন মাঝে
সজ্জা ভূষণ কাজ ।
সহজ সরল জীবন গ্রামে
হৃদ্যতা খুব পাই
চার দেয়ালে বন্দী জীবন
বিষাদ হৃদে ছাঁই।
শ্যামল বাংলা দেশের মাঝে
পল্লী গাঁয়ে সুখ
কৃত্রিম হাসি খোলস বাঁশি
মানব মনে দুখ।

ডঃ আব্দুল হাকিম

বাংলাদেশ সময়: ১৬:২০:৫১ ● ৩২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ