গুলশান আরা রুবী- এর কবিতা দুঃখী
Home Page »
সাহিত্য »
গুলশান আরা রুবী- এর কবিতা দুঃখী
জলে ভাসা পদ্ম যেমন
আমার জীবনও তেমন
যে ঘরে বাস করি
ভেঙ্গে যায় সেই ঘর
যারে আমি আপন ভাবি
সেও ভাবে পর ।
আমার জীবন এমনই
জনমদুঃখী হলাম আমি
এই ভবেরই সংসারে
দুঃখের চাবি হাতে নিয়ে
পথে পথে ঘুরি
এই দুনিয়ার তরে ।
জগত জুড়ে খুঁজি যারে
তার দেখা পাবো কোথায় ওরে
বিধির কাছে নালিশ করি
চোখের পানি ফেলি কেমন করে
ধরে রাখি এই অন্তর জুড়ে।
এত নিষ্ঠুর মানুষ আছে এই পৃথিবীতে
সুখের চাবি ফেলে দিয়ে
দুঃখটাকে তুলে নেয় হাতে ।
দুই দিগন্তের ধারায় কেটে যায়
নাটাই সুতোর বান
হাতের আঙ্গুলের ভাজে ভাজে
মাঝে থেমে নাটাইয়ের টান ।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:১৮ ●
৩৪৭ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)