খালেদ মাহমুদ-এর কবিতা এক পশলা বৃষ্টি

Home Page » সাহিত্য » খালেদ মাহমুদ-এর কবিতা এক পশলা বৃষ্টি
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩


এক পশলা বৃষ্টি

এক পশলা বৃষ্টি আসল এখানে
প্রিয়ার হাতের মতো নরম
কোমল বাতাসের স্পর্শ নিয়ে
গ্রীষ্মের দাবদাহে দগ্ধ সময়ে
আকুল এ হৃদয়ে ।
বহুদিনতো দেখেছি খরা
মাঠের বুকে নদীর শরীরে
আত্মার আগুনজ্বলা হাহাকারের ভেতর ।
এ তপ্ত নগরে নেমে এল বৃষ্টি
নিরহংকার নির্ভেজাল দেহ নিয়ে
প্রেয়সীর মন যেমন হয় নিষ্কণ্টক নির্মল
আতরের সুঘ্রাণে কোমল তার শরীর।
বৃষ্টি আসল এখানে
ঘাসের কাছে নদীর কাছে
বৃক্ষের পাতায় পাতায়
আগুন পোড়া বুকে
দয়ের কোমলতা নিয়ে ।
এক পশলা বৃষ্টি
তুমি অঝোর বর্ষণ নও
নাইবা বানাতে পারলে তুমি অথৈ সাগর ।
কিন্তু এ বুক! যার জন্যে সৃষ্ট জলধি!
তুমিতো ভেজাতে পার
এ নাগরিক হৃদয়
বুভুক্ষু আত্মার তাপদাহ
অসহ্য অনলে
ঝরাতে পার তুমি
প্রেমের বর্ষণ!

খালেদ মাহমুদ

বাংলাদেশ সময়: ১৫:২৩:০৬ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ